কাশ্মীরকে রাজ্যের মর্যাদা না দেওয়া পর্যন্ত প্রাণ হারাতে হলেও আন্দোলন চলবে: গুলাম নবী আজাদ
কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা গুলাম নবী আজাদ বলেছেন, কাশ্মীর পুনরায় রাজ্যের মর্যাদা না পাওয়া পর্যন্ত কংগ্রেস লড়াই চালিয়ে যাবে। এবং এ জন্য আমাদের প্রাণ হারাতে হলেও আন্দোলন চলবে। আমরা রাজ্যের মর্যাদা ফিরে পাওয়ার জন্য গুলি খেতেও প্রস্তুত।
শনিবার (২৭ নভেম্বর) কুলগামে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
গুলাম নবী আজাদ বলেন, সরকার শুধু জম্মু-কাশ্মীরের পরিচয় কেড়ে নেয়নি, বরং রাজ্যটিকেও দুই টুকরোয় বিভক্ত করেছে। বৃটিশরাও তা ভাঙার সাহস করতে পারেনি। কিন্তু কেন্দ্রীয় সরকার ২০১৯ সালের ৫ আগস্টের সিদ্ধান্তে পৌনে দুশো বছরের অস্তিত্ব একপ্রকার শেষ করে দিয়েছে।
তিনি বলেন, সাধারণত কেন্দ্রীয় সরকারশাসিত অঞ্চলকে রাজ্যের মর্যাদা দেওয়া হয়। কিন্তু এখানে এমন হয়েছে যেন পুলিশের মহাপরিচালককে (ডিজিপি) থানাদার, মুখ্যমন্ত্রীকে বিধায়ক এবং মুখ্যসচিবকে পাটোয়ারি করা হয়েছে। কোনও বুদ্ধিমান মানুষ এই কাজ করতে পারে না। এ বিষয়ে সংসদে অনেক কথা বলেছি।