জার্মানিতে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ করোনা মহামারি সংকট
১৬ বছর পর জার্মানির রাষ্ট্রীয় ক্ষমতা তিন ভাগে ভাগ করেছে কোয়ালিশন সরকার। বড়দিনের আগেই হয়ত চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ওলাপ শোলস।
নতুন সরকারের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে করোনার অস্বাভাবিক সংক্রমণ। ভ্যাবারিয়া প্রদেশে হাসপাতালে করোনা রোগীর সংকুলান না হওয়ায় সেনাবাহিনীর বিমানে পশ্চিম জার্মানির হাসপাতালে মুমূর্ষু রোগী স্থানান্তরিত করা হচ্ছে।
এক দিনেই আক্রান্ত হয়েছেন ৭৬,৪১৪ জন, মৃত্যুবরণ করেছেন ৩৭৪ জন। গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৪০৭০ জন। এ পর্যন্ত সর্বমোট মৃত্যুবরণ করেছে ১০১১৭০ জন। এ অবস্থায় আসতে পারে লকডাউন।
কর্মক্ষেত্রে, বাস বা ট্রেনে থ্রিজি বাধ্যতামূলক করা হয়েছে। যারা টিকা দেননি তাদের কাজে যেতে হলে প্রতিদিন টেস্ট করতে হবে। দক্ষিণ আফ্রিকার নতুন ধরন নিয়ে বড় রকমের আতঙ্ক বিরাজ করছে। বড়দিনের মেলাও অনেক শহরে বন্ধ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ফুটবল লিগের খেলা চললেও আতঙ্কিত সবাই।