এবার যুক্তরাজ্যে দুজনের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত

0

এবার যুক্তরাজ্যে শনাক্ত হলো করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট। স্থানীয় সময় শুক্রবার দেশটি নিশ্চিত করেছে, দক্ষিণ আফ্রিকা ভ্রমণের সঙ্গে সম্পর্কিত দুজনের দেহে করোনার এই ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়েছে।

এর আগে এ ভ্যারিয়েন্ট থেকে বাঁচতে দেশটি আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় ছয় দেশকে লাল তালিকাভুক্ত করে।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত বিশ্বের কমপক্ষে চার দেশে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার খবর নিশ্চিত করে বলেছেন, গত রাতের শেষ দিকে আমার সঙ্গে ‘ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি’ যোগাযোগ করে। আমাকে জানানো হয় যে, দেশে অন্তত দুজনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন চেমসফোর্ডে এবং অন্যজন নটিংহামে। আমরা তাৎক্ষণিকভাবে ওই দুজনকে আইসোলেশনে পাঠিয়েছি এবং কন্ট্রাক্ট ট্রেসিং অব্যাহত রয়েছে।

গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম এই ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার খবর জানতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

নতুন ভ্যারিয়েন্টটি দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, বেলজিয়াম, হংকং এবং ইসরায়েলেও পাওয়া গেছে।

এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশ আফ্রিকার দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com