‘হত্যাচেষ্টা ফাঁস হওয়ার ভয়ে খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না’
কারাগারে বন্দী থাকা অবস্থায় খাবারের সাথে স্লো পয়জন দিয়ে হত্যাচেষ্টার কথা ফাঁস হয়ে যাওয়ার ভয়েই সরকার বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা নেয়ার অনুমতি দিতে সাহস পাচ্ছে না বলে মন্তব্য করেছেন কৃষকদলের নেতারা।
শনিবার সকাল ১১টার দিকে শহরের হাজী শরিয়তুল্লাহ বাজার এলাকায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানের দাবিতে লিফলেট বিতরণ করার সময় এ মন্তব্য করেন বক্তারা।
এ সময় সরকারের তীব্র সমালোচনা করে বক্তারা বলেন, দেশের বিবেকবান প্রতিটি মানুষ তাদের (সরকার) এই অন্যায় আচরণের প্রতিবাদ করছে। তারা বিএনপির দাবির সাথে রয়েছে।
ফরিদপুর জেলা বিএনপির সাবেক তাতী বিষয়ক সম্পাদক ও কৃষক দল নেতা অ্যাডভোকেট মামুন অর রশীদের সভাপতিত্বে এ সময় জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা এ কে কিবরিয়া স্বপন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, বর্তমান সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রশীদ রীমু, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শিথিল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, কৃষকদলের আনোয়ারুল ইসলাম রকি, হোসেন মন্ডল, জিহাদ মাতুব্বর প্রমুখ উপস্থিত ছিলেন।