জনগণের নেত্রী খালেদা জিয়া ফ্যাসিবাদী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার: প্রিন্স
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণের নেত্রী বেগম খালেদা জিয়া ফ্যাসিবাদী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। মিথ্যা মামলায় ফরমায়েশী রায় দিয়ে রাজনীতি ও নির্বাচন থেকে মাইনাস করার ষড়যন্ত্র করেও তাঁর মনোবল নষ্ট করতে না পেরে এখন তাঁর উন্নত চিকিৎসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুনিয়া থেকে মাইনাস করার ষড়যন্ত্র করছে।
তিনি আজ (২৬ নভেম্বর) শুক্রবার দুপুরে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুর রহিম দুলাল এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল এর সঞ্চালনায় শ্রীবরদী উত্তর বাজারে অনুষ্ঠিত শ্রীবরদী উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে উদ্বোধন করেন শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এড.ওয়ারেস আলী মামুন, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী। বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল অউয়াল চৌধুরী,এড.এম কে মুরাদ,শফিকুল ইসলাম মাসুদ, ফরহাল আলী,সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ পলাশ,আকরামুজ্জামান রাহাত, আবু রায়হান রুপম, শ্রীবরদী পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল,সদস্য সচিব আনিসুজ্জামান খোকন সহ জেলা,উপজেলা ও পৌর বিএনপি এবং অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জাতীয় সঙ্গীত, দলীয় সঙ্গীত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথি সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করেন। সম্মেলনের শুরেতে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুনাজাত করা হয়। সম্মেলনে উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার ৯ ওয়ার্ড থেকে ১৪৪৯ জন কাউন্সিলর এবং সম সংখ্যক ডেলিগেট উপস্থিত ছিলেন।
সম্মেলনে শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি পদে আবদুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক পদে আবদুল্লাহ আল মামুন দুলাল এবং শ্রীবরদী পৌর বিএনপির সভাপতি পদে ফজলুল হক চৌধুরী অকুল এবং সাধারণ সম্পাদক পদে আনিসুজ্জামান খোকন নির্বাচিত হন।
সম্মেলনে এমরান সালেহ প্রিন্স দলীয় নেতাকর্মীদের প্রতি আন্দোলনে শামিল হবার আহ্বান জানিয়ে বলেন, চলমান আন্দোলনকে গণ অভ্যূত্থানে পরিণত করে দুঃশাসনের কবল থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে হবে।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিছু হলে সরকার পালানোর পথ পাবে না। ফ্যাসিস্ট সরকারের রক্ত চক্ষু উপেক্ষা করে ১২ বছর বিএনপি সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে মাঠে আছে। সরকার বিএনপিকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে ব্যার্থ হয়ে প্রশাসনকে অপব্যবহার করে হত্যা, গুম, হামলা, মামলা দিয়ে ঘরবন্দী করে রাখার ষড়যন্ত্র করছে। নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে ভোটের অধিকার কেড়ে নিয়ে দেশের মালিকানা হাইজ্যাক করে নিয়েছে। এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।
এড. ওয়ারেস আলী মামুন নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা আন্দোলনে নেমেছি। ফ্যাসিস্ট সরকারের পতন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না। তিনি বলেন, বিএনপি নয়, আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন দলে পরিনত করেছে। এ জন্য তারা নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায়।