বায়তুল মোকাররম থেকে জিকির করতে করতে বাসায় ফিরলেন ইশরাক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া ও মোনাজাত শেষে নেতাকর্মীতের নিয়ে জিকির করতে করতে বাসায় ফিরলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বায়তুল মোকাররমে যে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে তার পরেই নেতাকর্মী ও মুসুল্লিদের নিয়ে বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে দলীয় কার্যালয় অভিমুখে যাওয়ার কথা ছিল ইশরাকের। কিন্তু দলীয় হাইকমান্ডের নিষেধাজ্ঞার কারণে ওই কর্মসূচি বাস্তবায়ন করতে পারেননি তিনি।
সূত্রটি আরো জানায়, সিনিয়র নেতাদের নির্দেশনা ছিল দোয়া ও মোনাজাতের পরে কোনো ধরনের জমায়েত, মিছিল বা স্লোগান কেউ যেন না দেয়। ফলে ইশরাকের সাথে থাকা নেতাকর্মীরা যাতে স্লোগান না দেয় তা নিশ্চিত করতেই জিকির করতে করতে বাসায় যান জনতার মেয়র খ্যাত এই নেতা।