চিকিৎসার জন্য ভারতে গেলেন বিএনপি নেতা আলাল

0

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে আটকে দিলেও অবশেষে তিনি যেতে পেরেছেন।

মোয়াজ্জেম হোসেন আলালের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম বলেন, চিকিৎসার জন্য সহধর্মিণী ও একজন সহকারীকে নিয়ে ভারত যেতে শুক্রবার (২৬ নভেম্বর) সকালে বিমানবন্দর যান তিনি।

প্রয়োজনীয় সব কাগজপত্র এমনকি উচ্চ আদালতের নির্দেশনা থাকার পরও সকাল ৯টা থেকে তাকে প্রায় দেড় ঘণ্টা ইমিগ্রেশনে আটকে রাখা হয়। পরে বেলা পৌনে ১১টার ফ্লাইটে তিনি ভারতে গেছেন।

জাহাঙ্গীর আরও বলেন, মোয়াজ্জেম হোসেন আলাল দীর্ঘদিন ধরে অসুস্থ। তার কিডনিতে টিউমার ধরা পড়েছে। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতে গেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.