বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশে যেতে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে তাকে বাধা দেয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য তিনি তার সহধর্মিণীসহ আরো একজন সহকারীকে নিয়ে ভারত যেতে শুক্রবার সকালে বিমানবন্দর যান। প্রয়োজনীয় সকল কাগজ এমনকি উচ্চ আদালতের নির্দেশনা থাকার পরও সকাল ৯টা থেকে তাকে ইমিগ্রেশনে আটকে দেয়া হয়।
তার সাথে থাকা জায়েদ জানান, আলাল দীর্ঘ দিন ধরে গুরুতর অসুস্থ। তার কিডনীতে টিউমার ধরা পড়েছে। এখন চিকিৎসকদের পরামর্শেই উন্নত চিকিৎসায় ভারত যাওয়ার পথে দুই ঘণ্টা ধরে ইমিগ্রেশনে আটকে রাখা হয়েছে। উপরের নির্দেশ রয়েছে বলে ইমিগ্রেশন কর্মকর্তারা জানিয়েছেন।
তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে ইমিগ্রেশন কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।