খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ভাসানীর মেয়ে ও টুকু

0

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী ও যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় তাদের সাথে হাসপাতালে আসেন মাওলানা ভাসানীর নাতি মাহমুদুল হক শানু।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বলেন, তারা ম্যাডামের শারীরিক অবস্থা জানতে এবং তাকে দেখতে এসেছেন। সাক্ষাৎ শেষে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় তারা গণমাধ্যমের সাথে কথা বলবেন।

এ সময় আরো দুজনকে বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করতে যেতে দেখা গেছে। তবে ওই দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com