খালেদা জিয়া গণতন্ত্রকে অন্ধকার গুহা থেকে উদ্ধার করেছেন, একবার নয়, একাধিক বার: রিজভী

0

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘খালেদা জিয়া এ দেশের মানুষের মুক্তির জন্য আজীবন লড়াই করেছেন, এখনও করছেন। দেশনেত্রী খালেদা জিয়াকে দেখতে আমি আজ (বৃহস্পতিবার) হাসপাতালে গিয়েছিলাম। দেশনেত্রীর অবস্থা খুবই খারাপ।’

গতকাল বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা হয়েছে। সেখানে রিজভী এসব কথা বলেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে এ প্রার্থনা সভা হয়।

রিজভী বলেন, ‘তিনি গণতন্ত্রকে অন্ধকার গুহা থেকে উদ্ধার করেছেন। একবার নয়, একাধিক বার। এছাড়া দেশের নারী সমাজের জন্য, বিভিন্ন শ্রেণি-পেশার জন্য তার যে অবদান তা কেউ কখনও ভুলবে না।’

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় নেতা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, গৌতম চক্রবর্তী, অর্পনা রায় চৌধুরী, নিপুন রায় চৌধুরী, এবিএম আবদুস সাত্তার, বিজন কান্তি দাস প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com