খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে সকল প্রতিবন্ধকতা দুর করতে হবে: সালাম
‘সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে-এসময় কোন আইন নয়, রাজনীতি নয়, শুধু তাঁর চিকিৎসা এবং জীবন রক্ষাই মুখ্য বিষয়। বেঁচে থাকলেই তো তাঁকে সাজা দিবেন, তাঁর সাথে রাজনীতি করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে অবিলম্বে তাঁকে বিদেশ যাওয়ার পথে সকল প্রতিবন্ধকতা দুর করতে হবে’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় কদমতলী থানাধীন ৫৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র কর্মীসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়ার্ড কমিটি সমূহ পুণর্গঠনের লক্ষ্যে গঠিত সাংগঠনিক টীম-৮ এর প্রধান ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক লিটন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ রবিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা ফরহাদ হোসেন, মীর হোসেন মিরু, জুম্মন মিয়া চেয়ারম্যান, আকবর হোসেন ভূঁইয়া নান্টু, আব্দুল হাই পল্লব, এড. মহিউদ্দিন চৌধুরীসহ মহানগর ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
প্রধান বক্তার বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, ‘দেশনেত্রীর চিকিৎসা নিয়ে অপরাজনীতি করছে সরকার, হাসিনা মনে করছেন খালেদা জিয়া না থাকলে রাজনীতিতে তাঁর আর কোন প্রতিদ্বন্দ্বি থাকবে না। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিতেই বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে চান না। কিন্তু বাংলাদেশের জনগণ এবং জাতীয়তাবাদী শক্তি এটা কোনদিনই মেনে নেবে না। দেশনেত্রীর অনাকাঙ্খিত কিছু ঘটলে এর দায় এড়াতে পারবে না বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী।’