খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মশাল মিছিলে পুলিশি হামলার অভিযোগ

0

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে রাজধানীতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই মশাল মিছিল শুরু হয়ে স্কাউট মার্কেটের সামনে গেলে পুলিশ তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন মিছিলকারীরা।

মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আহ্বায়ক আল মেহেদী তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ন আহবায়ক আক্তার হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ন আহবায়ক আব্দুর রহিম ভূঁইয়াসহ মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের প্রায় অর্ধশত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.