বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেনের বাসভবনে ছাত্রলীগের হামলা বিএনপি মহাসচিব এর নিন্দা ও প্রতিবাদ

0

 পটুয়াখালীতে সকাল সাড়ে ১১টার সময় পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হাসান শিকদার এবং সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূঁইয়ার নেতৃত্বে ছাত্রলীগের একদল সশস্ত্র সন্ত্রাসী বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা বিএনপি’র সভাপতি এয়ার ভাইস মার্শল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরীর বাসভবনের প্রধান ফটক ভেঙ্গে বাসায় প্রবেশ করে ব্যাপক ভাংচুর চালায়। এসময় সন্ত্রাসীরা বাড়ীর দামী আসবাবপত্রসহ সবকিছু ভেঙ্গে তছনছ করে। ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা এহেন ঘৃন্য, ন্যাক্কারজনক ও কাপুরোষোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানুয়ারী ০১, ২০২০ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “আওয়ামী নেতাদের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে ছাত্রলীগের নেতাকর্মীরা আরো বেপরোয়া হওয়ার শিক্ষা পেয়েই ইংরেজি নববর্ষ বরণের মতো দিনে কোন কারণ ছাড়াই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর বাসায় হামলা ও ভাংচুর চালিয়ে ছাত্রলীগ এটি জানান দিলো যে, অতীতের বছরগুলোর মতোই ২০২০ সালেও তারা সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে বিএনপি-কে রাজনীতির ময়দান থেকে বিদায় করতে সর্বশক্তি নিয়োগ করবে। সুতরাং এটি নি:সন্দেহে বলা যায়-ছাত্রলীগ ও সন্ত্রাস ওৎপ্রোতভাবে জড়িত। সারাদেশে ছাত্রলীগের যে পৈশাচিক ও বর্বরোচিত সন্ত্রাসী কর্মকান্ড চলছে, আলতাফ হোসেন চৌধুরীর বাসভবনে হামলা সেটিরই ধারাবাহিকতা মাত্র।

আজকের এই হামলা আবারো প্রমান করলো-আওয়ামী লীগ সন্ত্রাস নির্ভর একটি রাজনৈতিক দল, এরা সন্ত্রাসের পরিকাঠামো তৈরী করে জোর করে রাষ্ট্রক্ষমতা কব্জায় রাখতে চায়। দেশব্যাপী ছাত্রলীগ-যুবলীগের দৌরাত্বে দেশের মানুষ এখন বাকরুদ্ধ। দোষীদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার না করার কারণেই সরকারদলীয় সন্ত্রাসীরা সারাদেশে খুনখারাবী, ভাংচুর ও জুলুমের রাজত্ব কায়েম করেছে। তবে এভাবে নিষ্ঠুর কায়দায় দেশ চালাতে গিয়ে দেশ-বিদেশের স্বৈরশাসকরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। বর্তমান আওয়ামী সরকারও তাদের ভয়াবহ দু:শাসন ও ঘৃন্য কর্মকান্ডের জন্য ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। সরকারের উদ্দেশ্যে বলতে চাই-সন্ত্রাসীদের লাগাম টেনে ধরুন এবং বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ওপর জুলুম বন্ধ করুন, নইলে দেশবাসী আপনাদের ক্ষমা করবে না।

আজ ইংরেজি নববর্ষের দিনে বিএনপি’র ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরীর বাসভবনে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com