গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়াকে তিলে তিলে নিঃশেষ করা হচ্ছে: এলডিপি

0

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য কামনায় আগামীকাল শুক্রবার (২৬ নভেম্বর) রোজা দিবস ঘোষণা করেছে ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে এলডিপির দুই নেতা বলেন, ‘জনপ্রিয় রাজনীতিক বেগম খালেদা জিয়া ভয়াবহ অসুস্থ। গত কয়েকদিন ধরে সারা দেশের মানুষ ভীষণ রকমের উৎকণ্ঠায়। জনগণের বুঝতে বাকি নেই গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে ভীষণ রকমের যন্ত্রণা দিয়ে নিঃশেষ করা হচ্ছে।’

দফতর সম্পাদক শামীম আহাম্মদ স্বাক্ষরিত বিবৃতিতে তারা বলেন, ‘এলডিপির নেতাকর্মীরা শুক্রবার (২৬ নভেম্বর) রোজা রাখবেন। মা-বোনদের প্রতিও আমার আহ্বান- আপনাদের নেক হাত উঠুক বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তার জীবনরক্ষায় আল্লাহর কাছে প্রার্থনায়। শুক্রবার পবিত্র জুমার নামাজে মহান আল্লাহর কাছে কায়মনোবাক্যে মোনাজাত করি, আল্লাহ আমাদের নেত্রীকে সুস্থতা  দান করুন।’

এলডিপির সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বিবৃতিতে অনতিবিলম্বে বিএনপিপ্রধানকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com