সরকার চায় না খালেদা জিয়া সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসুক গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক: ফখরুল

0

চিকিৎসকরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা যথাযথভাবে পর্যবেক্ষণ করছেন এবং সেই অনুযায়ী তার চিকিৎসা করছেন উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অসৎ উদ্দেশ্যে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গুজব ছড়ানো হচ্ছে।

তিনি বলেন, এগুলো একেবারেই গুজব এবং ভিত্তিহীন। আপনি যদি সরাসরি আমাকে ফোন করেন তাহলে আমি আপনাকে ম্যাডামের (খালেদা) অবস্থা সম্পর্কে জানাব।

তিনি আরো বলেন, ‘মঙ্গলবার রাতে দলের প্রধানের সর্বশেষ অবস্থা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করার পরও কিছু গুজব রয়েছে। আমি মনে করি, একটি মহল কোনো অসৎ উদ্দেশ্যে এগুলো ছড়াচ্ছে।

গতকাল বুধবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকরা খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে বিভিন্ন গুজবের প্রতি দৃষ্টি আকর্ষণ করায় তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, ‘মঙ্গলবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে যে খালেদার অবস্থা গুরুতরভাবে অবনতি হয়েছে, যা অনেক বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছে।’

ফখরুল বলেন, ‘চিকিৎসকরা তার অবস্থা যথাযথভাবে পর্যবেক্ষণ করছেন এবং সেই অনুযায়ী তার চিকিৎসা করছেন। তারা তাদের সেরাটা করছেন।’

বেগম জিয়ার অবস্থার খারাপ খবরে দেশব্যাপী ‘রেড অ্যালার্ট’ জারি নিয়ে আরেকটি গুজব সম্পর্কে জানতে চাইলে, বিএনপি মহাসচিব বলেন, ‘তিনি এর কোনো ভিত্তি খুঁজে পাননি। কারণ সরকার এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করেনি।’

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘মিথ্যা’ মামলায় তাকে (খালেদা) কারাগারে পাঠানোর পর কোনো চিকিৎসা না দিয়ে সরকার তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।’

দেশ ও জনগণের প্রতি খালেদার অনেক অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ‘সরকার এমন একজন নেতাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত করছে। বিদেশে তার (খালেদা) চিকিৎসার খুব প্রয়োজন। আমাদের নেত্রীকে বিদেশে যেতে দিতে সরকারের কোনো আইনি বাধা নেই।’

ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার বর্তমান অবস্থা বিবেচনা করে যেকোনো সময় তাকে বিদেশে পাঠানোর ক্ষমতা সরকারের রয়েছে। দেশের মানুষ এখন বিশ্বাস করে, সরকার চায় না খালেদা জিয়া বেঁচে থাকুক। এ কারণে তারা দেশের বাইরে তার চিকিৎসার কোনো পদক্ষেপ নিচ্ছে না।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com