খালেদা জিয়াকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা জার্মানিতে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের

0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অতিজরুরি ভিত্তিতে বিদেশের অ্যাডভান্স সেন্টারে নিয়ে চিকিৎসা দেওয়া জরুরি জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চিকিৎসকেরা সুনির্দিষ্টভাবে বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসা ইউএস (আমেরিকা), ইউকে (যুক্তরাজ্য) অথবা জার্মানি- এ তিনটি দেশের যে কোনো একটিতে হতে পারে।

গতকাল মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত আটটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমি বলেছি, এখানে চিকিৎসকেরা বেস্ট এভার চেষ্টা করছেন। তারা জোর দিয়ে বলেছেন, এখানে তার চিকিৎসা সম্ভব নয়। এখন তিনি যে জটিল অবস্থায় আছেন, সেটার চিকিৎসা করতে হলে তাকে অবশ্যই একটা অ্যাডভান্স সেন্টারে পাঠাতে হবে। আমাদের তরফ থেকে, পরিবারের পক্ষ থেকে সবার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিদেশি চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে। সেদিক থেকে কোথাও কোনো ত্রুটি নেই। মোদ্দা কথা যেটা, তাকে অবশ্যই অতিদ্রুত, সময় নষ্ট না করে বিদেশে অ্যাডভান্স সেন্টারে পাঠানো জরুরি হয়ে পড়েছে।

 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com