জেসুসের জোড়া গোলে টানা দ্বিতীয় জয় ম্যানসিটির

0

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিলো ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়াল জেসুসের জোড়া গোলে এভারটনের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

বুধবার ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে একচ্ছত্র আধিপত্য ছিলো স্বাগতিকদের। দ্বাদশ মিনিটে দলকে এগিয়েও দেন ফিল ফোডেন। কিন্তু অফসাইডের কারণে সে গোল বাতিল হয়। গার্দিওলার শিষ্যরা প্রথমার্ধে দুর্দান্ত খেললেও গোলের দেখা পাননি।

৫১ মিনিটে জেসুসের গোলে লিড নেয় সিটিজেনরা। গুন্ডোগানের বাড়ানো বলে ডি-বক্সের ডান দিক থেকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন জেসুস। ১-০তে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করতে এভারটনকে চেপে ধরে স্বাগতিকরা। সাত মিনিট পর আসে দ্বিতীয় গোল।

এবারো গোলদাতা জেসুস। রিয়াদ মাহারেজের পাস থেকে লিগে নিজের অষ্টম গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৭১ মিনিটে ব্যবধান কমায় সফরকারীরা। সিটি গোলরক্ষক ক্লাদিও ব্রাভোর ভুলে বল জালে জড়ান এভারটনের ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসন। বাকি সময়ে ব্যবধান ধরে রেখে জয় তুলে নেয় সিটি। এ জয়ে ২১ ম্যাচে পয়েন্ট টেবিলে তিনে থাকা ম্যানসিটির সংগ্রহ ৪১ পয়েন্ট। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে লেস্টার সিটি। আর দুই ম্যাচ কম খেলে টেবিলের শীর্ষ দল লিভারপুলের পয়েন্ট ৫৫।

জয় দিয়ে বছর শুরু করতে পেরে দারুণ খুশি ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা। ম্যাচ শেষে তিনি বলেন,‘আমরা অসাধারণ খেলেছি। আমি ছেলেদের পারফরম্যান্সে খুশি।’

লিভারপুলের চেয়ে এখনো অনেকটা পিছিয়ে থাকলেও এখনই হাল ছাড়তে নারাজ গার্দিওলা। তিনি বলেন,‘প্রথম স্থান থেকে যখন আপনি অনেকটা দূরে থাকবেন তখন অনেকেই হাল ছেড়ে দেয়। তবে আমরা কখনই সেটা করিনি।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com