খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে খুলনায় মশাল মিছিল

0

খালেদা জিয়ার মুক্তি, উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে খুলনায় মশাল মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।

সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল হাসান বাপ্পীর নেতৃত্বে নগরীতে এ মশাল মিছিল করা হয়।

মিছিলটি নগরীর ফেরীঘাট মোড় থেকে বের হয়ে শান্তিধামের মোড়ে যেয়ে শেষ হয়। মিছিল থেকে রাজনৈতিক কর্মসূচি পালনে পুলিশী বাঁধা, হামলা, লাঠিচার্জ, গুলি টিয়ারসেল নিক্ষেপের নিন্দা জানানো হয়।

মিছিলে অংশ নেন মিরাজুর রহমান মিরাজ, নাদিমুজ্জামান জনি, আয়ুব মোল্লা, শাহিন শেখ, শরিফুল ইসলাম বকুল, মঞ্জুর আরফিন, আব্দুল মালেক, রুবেল মীর, সাগর শেখ, শাহিন মোল্লাসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.