খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপির সাবেক এমপিদের মানববন্ধন শুক্রবার
দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে মানববন্ধন করবেন বিএনপির সাবেক সংসদ সদস্যরা।
আগামী শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হবে।
সোমবার (২২ নভেম্বর) সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক এ তথ্য জানিয়েছেন।
একই ইস্যুতে রোববার (২১ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সামনে বিএনপির বর্তমান এমপিরা মানববন্ধন করেন।