খুলনায় বিএনপির কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, মঞ্জুসহ আহত ১২
খুলনায় বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুসহ ১৫-২০ জন আহত হয়েছন।
চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশ এ লাঠিচার্জ করে। এসময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এদিকে বিএনপির নেতাকর্মীরা দাবি করেছেন, পুলিশের লাঠিচার্জে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, নগর বিএনপির সহ-সভাপতি মীর কায়সেদ আলীসহ দলের ১২-১৪ জন আহত হয়েছেন।