খালেদা জিয়াকে মুক্ত করার ক্ষমতা বিএনপির রয়েছে: নজরুল ইসলাম খান
খালেদা জিয়াকে মুক্ত করার ক্ষমতা বিএনপির রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেছেন, খালেদা জিয়ার জন্য যেকোন দায়িত্ব নিতে আমরা রাজি আছি। আমাদের সেই ক্ষমতা আছে। আমরা এর আগে স্বৈরাচারের পতন ঘটিয়েছি। আমরাই পারবো খালেদা জিয়াকে মুক্ত করতে।
সোমবার (২২ নভেম্বর)বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘আগামী দিনের যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে আমরা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবো।’
একই দাবিতে আজ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন বিএনপির ঢাকা দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। অন্যদের মধ্যে সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগরী শাখার সদস্য রফিকুল আলম মজনু, আমিনুল হক,সুলতান সালাউদ্দীন টুকু,ফজলুর রহমান খোকন,ইকবাল হোসেন শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন।