প্রেসক্লাবের সামনে বিএনপি নেতাকর্মীদের ঢল
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে প্রেসক্লাবের সামনে বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশে বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছে।
সোমবার (২২ নভেম্বর)সকাল ১০টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৮ থেকেই নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন।
বেলা বাড়ার সঙ্গে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে। নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে জায়গা না পেয়ে অনেকেই হাইকোর্ট এবং সেগুন বাগিচা এলাকায় অবস্থান নিয়েছেন।
সমাবেশে নেতাকর্মীরা বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে নানা স্লোগান দিচ্ছেন।
দলের মধ্যম শারীর নেতারা তাদের বক্তব্যে সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলছেন খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি না দিলে শিগগিরই ভয়াবহ আন্দোলন হবে।
সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।