খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে বিএনপির মশাল মিছিল

0

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইল থেকে শান্তিনগর মোড় পর্যন্ত এ মিছিল হয়।

বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলের নেতৃত্বে মশাল মিছিলে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সোহেল বলেন, যদি দেশনেত্রী খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি না দেওয়া হয় তাহলে আজ যে আগুন মশালে জলছে, সে আগুন সারাদেশে ছড়িয়ে পড়বে। সে আগুনে অবৈধ ক্ষমতার মসনদ তছনছ হয়ে যাবে। অবিলম্বে দেশনেত্রীকে বিদেশে যাওয়ার অনুমতি দিন।

মিছিলকারীরা খালেদা জিয়ার মুক্তি চেয়ে বিভিন্ন স্লোগান দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কাকরাইল মোড় থেকে শান্তিনগর মোড় পর্যন্ত মিছিল হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com