গণতন্ত্রকে হত্যার মাধ্যমে রাজনীতিকে দস্যুতে পরিণত করেছে সরকার: রিজভী

0

প্রধানমন্ত্রী দিনের ভোট রাতে করে গণতন্ত্রকে হত্যার মাধ্যমে রাজনীতিকে দস্যুতে পরিণত করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, জনগণের মনে শঙ্কা যে আপনি (শেখ হাসিনা) বেগম খালেদা জিয়াকে স্লো-পয়জনিং করেছেন, একারণেই তাকে বিদেশ যেতে দিচ্ছেন না। বিদেশে গেলে পরীক্ষা নিরীক্ষায় যদি সেটা বেরিয়ে আসে। খালেদা জিয়া কারাগারে যখন গেলেন তখন তিনি পায়ে হেটে গেছেন আজকে এই গুরুতর কেন, অসুস্থতা কেন? আজকে এই গুরুতর অসুস্থতা নিশ্চয়ই কারাগারে দেশনেত্রীকে তিলে তিলে ধ্বংস করার জন্য আপনি প্রয়োগ করেছেন কিনা এ নিয়ে জনমনে প্রশ্ন, তাকে স্লো-পয়জনিং করেছে কিনা এ নিয়ে জনমনে প্রশ্ন।

রবিবার (২১ নভেম্বর)দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্দ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনার জনগণের সমর্থন দরকার নেই, ভোটের দরকার নেই। তার জবাবদিহিতার দরকার নেই। তিনি গোটা জাতির কাছে টাকা আত্মসাৎ করার সুযোগ দিয়েছেন তার লোকজনদেরকে। তারা এখন বিদেশে বাড়ি বানাচ্ছে, যে কোন পরিবর্তন হলে তারা চলে যাবে। টের পাচ্ছে না যে কেউ পাশে থাকবে না। এই ধরনের গণবিরোধী মানুষের পাশে কেউ কখনও থাকেনি।

বিএনপির এই মুখপাত্র বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যত জুলুম নির্যাতন সহ্য করে গেছেন শুধু গণতন্ত্রকে মুক্ত করার জন্য। তিনি কখনো কি কম নির্যাতন সহ্য করেছেন? সাতবার গৃহবন্দি হয়েছেন পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তারপরও তিনি বিচ্যুত হননি তার কর্তব্য পালন থেকে, তার লক্ষ্য থেকে, এই হচ্ছে বেগম খালেদা জিয়া। রাজপথে তার অসীম সাহসিকতা দেখিয়ে গেছেন। এই কারনেই দেশের শত্রুরা মূল টার্গেট করেছে বেগম খালেদা জিয়াকে বন্দী করার মধ্য দিয়ে।

“অপরাধ তার (খালেদা জিয়া), অপরাধ নেই। অপরাধ তারা খুঁজে বের করে। যে এতিমের টাকা আত্মসাৎ করেছে। গতকাল প্রধানমন্ত্রী বলেছেন যে ‘এতিমের টাকা আত্মসাৎ করা দুর্নীতি ব্যক্তির জন্য এতো মায়াকান্না।’ উনি বলে দেশের রাজনীতিবিদ, প্রধানমন্ত্রী ন্যূনতম সভ্যতার ওপর তিনি নির্ভর করেন না। হিংসা, নিষ্ঠুরতা, প্রতিহিংসা করে নিজের অবৈধ ক্ষমতায় টিকে থাকার পর মানুষ কি বলছে, জনগণ কি বলছে, আন্তর্জাতিক সম্প্রদায় কি বলছে এই লাজ লজ্জার সমস্ত ভূষণ কেড়ে নিয়ে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অকাতরে বিপদ গার করে যাচ্ছে।”

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি দন্ডিত ব্যক্তি বলছেন একটু অপেক্ষা করেন আপনি কিভাবে দন্ডিত ব্যক্তি হতে পারেন এই বিচার বিভাগই আপনার বিরুদ্ধে রায় দেবে। যে ভাবে কব্জা করে আপনি এটা করেছেন, আপনি  এতো অন্যায় করেছেন। যে কোনো দিক দিয়ে কোনো কিছু করার নেই। এই দেশের মানুষ দেখবে দন্ড কার ওপর আরোপিত হয়।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্য রিজভী আরও বলেন, আপনার প্রভুরা আপনাকে আশ্রয় দিচ্ছে আপনি টের পাচ্ছেন না। যে কালবৈশাখী ঝড় আপনার দিকে ধেয়ে আসছে আর এই কালবৈশাখী ঝড়ে আপনি আর আপনার সরকার খড় কুটোর মত টের পাচ্ছেন না। চামচা আপনার চারিদিকে।

তিনি বলেন, গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রী নোবেল প্রাইজ পাবেন। আমার ধারণা ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী একটু কম কথাবার্তা বলেন। কিন্তু এর মধ্যেও আমরা হাছান মাহমুদের সিনড্রোম দেখতে পাচ্ছি, সম্পূর্ণ হাছান মাহমুদের সিনড্রোম তার ওপর ভর করেছে। ওবায়দুল কাদেরের সিনড্রোম ভর করেছে তার ওপর। অথচ একটা প্রবাদ যে “সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ।” এই অবস্থা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর চারদিকে অসৎলোক থাকলে আর কতটা ভালো থাকা যায়।

রিজভী বলেন, শেখ হাসিনা ভুলে গেছেন জনগণের নেত্রীকে দমন করা যায় না। তার যুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে কারাগারে বন্দী করে রাখতে পারেন। গোটা দেশের মানুষের কাছে তিনি অস্তিত্ববান, তিনি জীবন্ত, পদ্মা-মেঘনার উত্তাল ঢেউয়ে বেগম খালেদা জিয়ার নাম। হেমন্তের ধানের মাঠে বেগম খালেদা জিয়ার নাম, আপনি হেমন্তের বাতাসকে আটকাবেন কি করে, আপনি পদ্মা-মেঘনার ঢেউকে আটকাবেন কি করে সেখানে প্রতিনিয়ত বেগম খালেদা জিয়ার নাম।

তিনি বলেন, খালেদা জিয়াকে গ্রেফতারের পর আমরা বলেছি এই সরকার খালেদা জিয়াকে স্লো-পয়জনিং করতে পারে এই সরকার তাকে বিষ প্রয়োগ করতে পারে। আজকে যে তাকে মুক্তি দিচ্ছেন না আজকে যে তাকে বিদেশ পাঠিয়ে উন্নত চিকিৎসার অনুমতি দিচ্ছেন না। আজকে আইন-শৃঙ্খলা বাহিনী দেশের আইনশৃঙ্খলা বাহিনী নয়, আজকের আইন-শৃঙ্খলা বাহিনী হচ্ছে শেখ হাসিনার নিজের আইনের আইনশৃঙ্খলা বাহিনী। ছেলেধরার যেমন মুক্তিপন আদায় করে ঠিক আজকে খালেদা জিয়াকে দস্যু ব্যক্তির মতো শেখ হাসিনা আটকে রেখেছে।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিলে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল,সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোয়ার,সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী প্রমুখ বক্তব্য দেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com