গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়ার কিছু হলে তার দায় সরকারকেই নিতে হবে: রুমিন ফারহানা

0

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কিছু হলে তার দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

রবিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিএনপি দলীয় সংসদ সদস্যদের পক্ষ থেকে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

রুমিন ফারহানা বলেন, ৪০১ ধারার ক্ষমতা অপরিসীম। আইনমন্ত্রী এই ধারার অপব্যাখ্যা দিয়েছেন। আইন মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা সর্বৈব মিথ্যা।

রুমিন ফারহানা বলেন, এই সরকার অবৈধভাবে আইন ব্যবহার করে কিন্তু খালেদা জিয়ার পক্ষে আইন ব্যবহার করেনা। বলা হচ্ছে, খালেদা জিয়াকে জেলে গিয়ে আবেদন করতে হবে। তিনি সিসিইউতে আছেন তিনি কিভাবে জেলে গিয়ে আবেদন করবেন।

রুমিন ফারহানা আরো বলেন, দেশে যদি আইনের শাসন থাকতো, বিচার বিভাগ স্বাধীন থাকতো তাহলে এই ৪০১ ধারা লাগতো না। উনার বয়স শারীরিক অবস্থা সামাজিক মর্যাদা এতেই তিনি জামিন লাভের যোগ্য তিনি জামিন পেলেন। তার উন্নত চিকিৎসার অভাবে কিছু হয়ে গেলে দায়ভার সরকারকে নিতে হবে।

এ সময় বিএনপির সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজ, মো. মোশাররফ হোসেন ও হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com