খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খাঁন কামালের কাছে স্মারকলিপি দিয়েছেন ২০-দলীয় জোটের পাঁচটি দলের শীর্ষ নেতারা।
রোববার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি তুলে দেন তারা। এলডিপি একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক-এর নেতৃত্বে এই দলে আরও ছিলেন- এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপি চেয়ারম্যান ক্বারী মো. তাহের ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।