মোদিতে আস্থা নেই, সংসদে প্রত্যাহারের আগপর্যন্ত কৃষক আন্দোলন চলবে

0

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তিনটি কৃষি আইন বাতিল ঘোষণা করেছেন। শুক্রবার (১৯ নভেম্বর) তিনি গুরু নানক জয়ন্তীর দিনে কৃষকদের কাছে তাদের আন্দোলন প্রত্যাহারের আবেদনও করেন। কিন্তু, মোদির এই ঘোষণায় আস্থা নেই কৃষক নেতৃবৃন্দের। কৃষক আন্দোলনের প্রভাবশালী নেতা রাকেশ তিকাইত মোদির ঘোষণার পরই জানিয়েছেন, সংসদে আইনগুলো প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

এর আগে কৃষক নেতারা মূল দুটি দাবি স্পষ্টভাবে উল্লেখ করেছেন: কৃষি আইনগুলি বাতিল এবং এমএসপির নিশ্চয়তা।

তাই কৃষি আইন প্রত্যাহারের ঘোষণার পর কৃষকদের তরফ থেকে জানানো হয়, সরকার তাদের কেবল একটি দাবি মেনে নিয়েছে ৷ আরও একটি দাবি নিয়ে কেন্দ্রীয় সরকার কিছুই বলেনি।

এর প্রেক্ষিতে তিকাইত স্পষ্ট করে নিজেদের আন্দোলনের ভবিষ্যত প্রসঙ্গে টুইট করে লেখেন, ‘আন্দোলন ফিরিয়ে নেওয়া হবে না। আমরা সেই দিনের অপেক্ষায় থাকব যেদিন সংসদে কৃষি আইন বাতিল করা হবে। এমএসপি ছাড়াও কৃষকদের অন্যান্য সমস্যা নিয়েও সরকারের কথা বলা উচিত।’

এদিকে শুক্রবার কৃষি আইন প্রত্যাহার ঘোষণার সময় মোদি দাবি করেন, সৎ উদ্দেশ্যে তার সরকার এ আইনগুলো প্রণয়ন করে। মোদি বলেন, ‘এই তিনটি আইনের লক্ষ্য ছিল ছোট কৃষকদের ক্ষমতায়ন। কৃষকদের স্বার্থে আইনগুলি আমরা প্রয়োগের পরিকল্পনা করেছিলাম, কিন্তু এক শ্রেণির কৃষকদের বোঝাতে পারিনি। তাই আমরা এগুলো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী সংসদ অধিবেশনে বাতিল করার ব্যবস্থা নেওয়া হবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com