খালেদা জিয়া দলমত নির্বিশেষে সবার কাছে স্মরণীয় ও বরণীয়: মাওলানা হালিম

0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, খালেদা জিয়া এমন দায়িত্বশীল ব্যক্তি, যিনি দলমত নির্বিশেষে সবার কাছে স্মরণীয় ও বরণীয়। শুধু তা-ই নয়, তিন-তিনবারের প্রধানমন্ত্রী এবং দেশের সবচেয়ে জনপ্রিয় একটি দলের প্রধান। আজকের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আমরা দাবি জানাই, মানবিক কারণে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে তার সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। কারণ, তিনি দেশের সাধারণ কোনো নাগরিক নন।’

শনিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত গণঅনশনে সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন।

মাওলানা আব্দুল হালিম বলেন, খালেদা জিয়া শুধু বিএনপি চেয়ারপারসন নয়, তিনি দেশের জনগণের নন্দিত নেত্রী। তিনি কোনো সাধারণ নাগরিক নন। আল্লাহর কাছে দোয়া করি, এ নেত্রীকে যেন তিনি সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। সরকারকে বলব, অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্ত করে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ খালেদা জিয়া সুস্থ হবেন।

এ সময় বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘আমরা কাকে বন্দী রাখছি, কাকে বিদেশে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করছি। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, যিনি মুক্তিযুদ্ধের সেক্টর ফোর্স কমান্ডারের স্ত্রী, যিনি স্বাধীনতার ঘোষকের স্ত্রী।’

তিনি আরো বলেন, ‘খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করতে দিলে বাংলাদেশের রাজনীতি এক দিকে যাবে, আর না দিলে আরেক দিকে। না দিলে বাংলাদেশের রাজনীতি যেদিকে যাবে, তা নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনি যত অমানবিক হবেন, তার ১০ গুণ অমানবিকতা ফেরত পাবেন।’

এসময় আরো উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের নায়েবে আমির মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি আবদুল জাব্বার, মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ কামাল হোসাইন, এসএম কামাল উদ্দিন প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com