নির্দেশ পেলে গণভবন ঘেরাও করবে ছাত্রদল

0

হাইকমান্ড থেকে ঘোষণা আসলে গণভবন ঘেরাও করার জন্য নিজেরা প্রস্তুত আছেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

শনিবার (২০ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক গণ অনশন কর্মসূচি থেকে এই কথা জানান তিনি।

পূর্ব ঘোষণা অনুযায়ী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিতসার দাবিতে রাজধানী অ সারাদেশে এই গণ অনশন কর্মসূচির ডাক দেন বিএনপি।

শ্যামল বলেন, স্থায়ী কমিটির সদস্যদের বলতে চাই, আপনারা যেকোনো সময় একবার শুধু ঘোষণা দেন, আমরা জাতীয়তাবাদী ছাত্রদল প্রস্তুত আছি, গণভবন ঘেরাও করব। আর আমাদের দেশনেত্রীর মুক্তি ও দেশ বাচানোর এই আন্দোলনে আমরা সফল হব ইনশাল্লাহ।

তিনি বলেন, এই সরকার লুটেরা সরকার। গণতন্ত্রকে কুন্ঠিত করে এই সরকার আমাদের প্রিয় নেত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমরা জানাতে চাই, আমরা সার্বিকভাবে প্রস্তুত আছি। শুধু ঘোষণার অপেক্ষায়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com