খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার আহ্বান ন্যাপের
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য জামিন দিয়ে দ্রুত বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুঁইয়া।
তারা বলেন, দেশের প্রত্যেক নাগরিকেরই চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে।
দেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে মানবিক দিক বিবেচনা করে এবং নাগরিক হিসেবে তাকে তার পরিবার ও দলীয় তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া জরুরি প্রয়োজন বলে আমরা মনে করি।
শনিবার (২০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা এই আহ্বান জানান।
তারা বলেন, খালেদা জিয়ার জীবন রক্ষায় মানবিক বিবেচনায় অতিদ্রুত সরকারকে এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। যে নির্বাহী আদেশে সরকার তার দণ্ড স্থগিত রেখেছে এখন একই ধরনের নির্বাহী আদেশে তাকে বিদেশে উচ্চতর চিকিৎসার সুযোগও দেওয়া উচিত।