খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় দল।
শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে ধানমন্ডিতে জাতীয় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপিকে অবিলম্বে কর্মসূচি ঘোষণার আহ্বান জানিয়ে জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা সভাপতির বক্তব্যে বলেন, খালেদা জিয়া আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার মানে সমগ্র জাতি আজ গণতন্ত্রের জন্য মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ অবস্থায় আর বসে থাকার উপায় নেই, যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে, আন্দোলনের বিকল্প নেই।
এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, প্রচার সম্পাদক আবুল মনসুর ভুইয়া, জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনির হোসেন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মামুন বিল্লাহ, ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক তাঞ্জিল হাসান প্রমুখ।
মোনাজাত ও দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় দলের ধর্মবিষয়ক সম্পাদক মওলানা সাইফুল ইসলাম।