জনগণের পকেট কেটে ক্ষমতাসীনরা অবৈধ সম্পদের পাহাড় গড়ছে: প্রিন্স

0

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে নিষ্ঠুর ও অমানবিক আচরণ করছে। কারাগারে সঠিক চিকিৎসা না হওয়ায় বর্তমানে তার অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন। এমন পরিস্থিতিতে মেডিক্যাল বোর্ডের পরামর্শ মতো বিদেশে চিকিৎসার অনুমতি না দেয়া চরম নিষ্ঠুরতা।’

শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ময়মনসিংহের হালুয়াঘাট বাজারে জ্বালানি তেল, বাস ভাড়া, এলপি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পদযাত্রা, প্রচারপত্র বিতরণ শেষে একটি সভায় বক্তব্যকালে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য দাম্ভিকতা ও রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। দেশের শীর্ষ জনপ্রিয় রাজনৈতিক নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা নিয়ে সরকারকে রাজনীতি ও প্রতিবন্ধকতা সৃষ্টি না করে অবিলম্বে বিদেশে সুচিকিৎসার জন্য সহযোগিতার আহ্বান জানান। অন্যথায় যেকোনো পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে।’

হাট সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, জনগণের পকেট কেটে ক্ষমতাসীনরা অবৈধ সম্পদের পাহাড় গড়ছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার পর সরকার কম দামে কিনে বেশি দামে বিক্রয় করে অর্জিত মুনাফা উন্নয়ন প্রকল্পের নামে লুটপাটকারীদের হাতে তুলে দিয়েছে। অথচ মুনাফার সেই টাকা দিয়ে ভর্তুকি দিলে অথবা ট্যাক্স-ভ্যাট কমিয়ে দিলে এখন মূল্যবৃদ্ধির প্রয়োজন হতো না, জনগণও ভোগান্তির শিকার হতো না।’

তিনি বলেন, সরকার সার, বীজ, কীটনাশক ও তেলের দাম কমাচ্ছে না। অন্যদিকে ধান-পাটসহ কৃষি পণ্যের ন্যায্য মূল্যও নিশ্চিত করতে পারছে না। চাল, ডাল, তেল এবং চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যর চরম ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। করোনাকালে সরকারের ব্যর্থতা ও ভুল নীতিতে মানুষের আয় ইনকাম ও ক্রয় ক্ষমতা কমে গেছে। বেকারত্ব বেড়েছে। তার ওপর বাজারে অগ্নিমূল্যে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ সময় তিনি গণবিরোধী সরকারের বিরুদ্ধে সকলকে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।

এ সময় হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আবদুল হামিদ, আলী আশরাফ, বদরুল হাসান খান, আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম, ক্বারী আবুল কাশেম, আবদুল হান্নান, হুমায়ুন কবির, বোরহান উদ্দিন ঢালি, শহীদুল হক খান সুজন, পৌর কৃষক দলের আহ্বায়ক মাঈন উদ্দীন বাবুল, যুগ্ম আহ্বায়ক ইসহাক আলী মাস্টার, উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুস সাত্তার, সদস্য সচিব আনোয়ার হোসেন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আবদুল গণি, ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের যুগ্ম সম্পাদক আবদুল মালেক, যুব দল নেতা হুমায়ুন ইসলাম, সোহেল আল আজাদ, জাকির হোসেন, মোতালেব হোসেন, আবু নাসের, নাহিদ হাসান উজ্জ্বল, মোশারফ হোসেন, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলিমুল ইসলাম, আবদুল আল ওয়ারেস মাসুদ, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম শাহীন, জেলা তাঁতী দল নেতা আবদুল লতিফ, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুস সালাম, শ্রমিক দল নেতা মশিউজ্জামানসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com