খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসার দাবিতে ভয়েস অব গ্লোবাল সিটিজেন’র বিবৃতি

0

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা বিবেচনা করে হাসপাতালে ক্রিটিকেল কেয়ার ইউনিটে (করোনারি কেয়ার ইউনিট নয়) পর্যবেক্ষণ করা হচ্ছে। তার অবস্থা এখন সংকটাপন্ন। বর্তমান অবস্থায় যে চিকিৎসা হচ্ছে তা যথেষ্ট নয়। এ অবস্থায় সকল প্রকার প্রতিহিংসাপরায়ণতা, সংকীর্ণ দল ও ব্যক্তিস্বার্থ পরিহার করে এবং সম্পূর্ণ মানবিক কারণে জনগণের এই প্রিয় নেত্রীকে অবিলম্বে মুক্তি দিয়ে অত্যাধুনিক চিকিৎসা নেওয়ার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে গতকাল বৃহস্পতিবার, সরকারের কাছে আহ্বান জানিয়েছে প্রবাসী পেশাজীবীদের সংগঠন ‘ভয়েস অব গ্লোবাল সিটিজেন’।

বিবৃতিতে প্রবাসী পেশাজীবীরা আশঙ্কা প্রকাশ করেছে যে এ ক্ষেত্রে যেকোনো ধরনের বিলম্ব ও অজুহাত বড় বিপর্যয় ডেকে আনতে পারে। যা কারও জন্য ভালো বার্তা বহন করবে না। আমরা প্রত্যাশা করি সরকারের মধ্যে মানবিক, কল্যাণ ও মঙ্গলবোধ জেগে উঠবে। তারা সত্যিকারের দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সাবেক এ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রার ব্যবস্থা করবে।

যুক্তরাষ্ট্র ও বহির্বিশ্বে বসবাসরত চিকিৎসক, প্রকৌশলী, পেশাজীবী ও বুদ্ধিজীবীদের সংগঠন ভয়েস অব গোবাল সিটিজেনের বিবৃতিদাতারা হলেন- ভয়েস অব গ্লোবাল সিটিজেনের আহবায়ক ড. জাহিদ দেওয়ান শামীম, সিনিয়র সাইন্টিস্ট, নিউইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন; বিশিষ্ট চিকিৎসক ডা. মুজিবুর রহমান মুজুমদার, ফ্যাকালটি, ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতাল; কামাল সাঈদ মোহন, ফার্মাসিষ্ট, নিউইয়র্ক; ড. মোস্তাফিজুর রহমান, সাবেক ফ্যাকালটি আলবার্ট আইন্স্টাইন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন; ড. ইবরুল হাসান চৌধুরী, ফ্যাকালটি জেফাসন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন; ডা. ইউসুফ আল মামুন, ফ্যাকালটি মাউন্ট সানাই ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন; ডা. খাইরুল বাসার সিদ্দিক, নিউইয়র্ক সিটি হেল্থ; ভয়েস অব গ্লোবাল সিটিজেনের সদস্য সচিব ডা. আতিকুল আলম, লুন্ড ইঊনিভার্সিটি, সুইডেন; ডা. আশরাফুল হক, নিউইয়র্ক সিটি হেল্থ, ডা. সাঈদ খালেদ, নিউইয়র্ক সিটি হেল্থ, ডা. শহিদুজ্জামান শহীদ, রিয়াদ সৌদি; ডা. নিয়াজ মুহাইমেন, ক্যালিফর্নিয়া স্টেট ইউনিভার্সিটি; ডা. তারেক জামান, সাইন্টিস্ট অফিসার, মাউন্টসানাই ইউনিভার্সিটি হাসপাতাল, নিউইয়র্ক; ডা. হাসিবুল হোসেন, টরেন্ট, কানাডা; প্রকৌশলী সাদেক আহমেদ, ম্যাকমাস্টার ইঊনিভার্সিটি, কানাডা; হাসান চৌধুরী, কারেকশন স্পেশালিস্ট, ডিপার্টমেন্ট অফ কারেকশন এন্ড রিহেবিলিটেশন, ম্যারিল্যান্ড; প্রকৌশলী নূর ই আলম সিদ্দিকী, ইন্টেল কর্পোরেশন, আমেরিকা; ডা. হাসনাত রাসেদ, অ্যাডিলয়েড, অস্ট্রেলিয়া; আইটি স্পেশালিষ্ট সামসুল ইসলাম, নিউইয়র্ক; আইটি স্পেশালিষ্ট সৈয়দুল হক, নিউইয়র্ক; ড. নুরশেরাত আহমেদ, সাইন্টিস্ট, টুলিন ইউনিভার্সিটি; ডা. মাহবুবুর রহমান, নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটি; ডা. জাকির হোসেন, নিউইয়র্ক; ডা. ফরহাদ শেথ, নিউইয়র্ক; ডা. সানজিদা আহমেদ, নিউইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন; ডা. মেহেরজান আফরোজ কুমু, রিয়াদ সৌদি; ডা. আসাদুজ্জান সুহিন, রিয়াদ সৌদি; সাংবাদিক ও লেখক জয়নাল আবেদিন, নিউইয়র্ক; আইটি স্পেশালিষ্ট আরিফ হোসেন, ওয়াসিংটন ডিসি; আইটি স্পেশালিষ্ট সোলাইমান চৌধুরী, নিউইয়র্ক; প্রকৌশলী শিবলী, নিউইয়র্ক; প্রকৌশলী মোহাম্মদ এহসান, নিউইয়র্ক; আইটি স্পেশালিষ্ট মোহাম্মদ শাহাব উদ্দিন, ওয়াসিংটন ডিসি; আইটি স্পেশালিস্ট মোহাম্মদ রানা, নিউইয়র্ক।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.