খালেদা জিয়ার সুস্থতায় দোয়ার আহ্বান ইসলামী ঐক্যজোটের

0

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী ঐক্য জোটের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বেগম জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার দেশের আলীম-উলামা ও সকল মসজিদে দোয়া করার আহ্বান জানিয়েছেন তারা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, সুপ্রীম কোর্টের আইনজীবী মাওলানা আব্দুর রকীব এডভোকেট ও মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া আইনগতভাবে অবৈধ নয়। তাই যত তাড়াতাড়ি সম্ভব তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে যাওয়ার অনুমতি দিন।

তারা বলেন, বাংলাদেশে নারী অধিকার ও নারী নেতৃত্বের অন্যতম পুরোধা, বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। রাষ্ট্রীয় অবহেলায় সুচিকিৎসার অভাবে মৃত্যুর প্রহর গুনছেন। অবিলম্বে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিদেশে উন্নত চিকিৎসাকেন্দ্রে সুচিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান তারা।

বিজ্ঞপ্তি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com