দেশের ৯০ শতাংশ জনগণ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না, বললেন মির্জা ফখরুল

0

বুধবার (১ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মানুষ শুধু আমাদের প্রশ্ন করে আপনারা নির্বাচনে কেনো গেলেন?। ২০১৪ সালে যখন নির্বাচনে যাইনি তখন বলা হয়েছে আমরা ভুল করেছি। ২০১৮ সালে নির্বাচনে গিয়েছিলাম প্রমাণ করতে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

এখন অনেকে প্রশ্ন করেন, ঢাকা সিটি নির্বাচনে গেকেন কেনো? আমি বলতে চাই, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না এ কথা বারবার প্রমাণ করার জন্যই মেয়র নির্বাচনে গিয়েছি।

দেশের জনগণ এই সরকারকে চায় না মন্তব্য করে তিনি বলেন, আজকে এ সরকারের নেতারা লম্বা লম্বা কথা বলেন। বন্ধুক দিয়ে, পিস্তল দিয়ে গায়ের জোরে ক্ষমতায় বসে আছেন। জনগণের সরকার তো তারা নন। জনগণ তাদের ভোট দেয়নি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, রাস্তার মধ্যে একশ জনকে জিজ্ঞেস করেন, ৯০ জন বলবে এ সরকারকে আমরা চাই না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার ঐ পুলিশ বাদ দিয়ে দেখুন মানুষ কি বলে। দেখুন দেওয়ালে কি লিখা আছে। সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ২০২০ সাল যদি পরিবর্তনের বছর হয়, তাহলে ছাত্রদলকে দায়িত্ব নিতে হবে। এই সাল যেন হয় খালেদা জিয়ার মুক্তির বছর। গণতন্ত্র ও স্বাধীনতার মুক্তির বছর। এই সাল যেন হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনার বছর।

ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন আলম বলেন, আমরা আমাদের কথা রাখতে পারিনি। আজকে মানুষ ছাত্রদল নিয়ে হাসাহাসি করে, বিএনপি নিয়ে হাসে। কারণ আমরা আমাদের নেত্রীকে মুক্তি করতে পারি নাই। মুখে আমরা অনেক কথাই বলি তা বাস্তবে পরিনত করতে হবে। অনান্য দল আইন ভেঙে মিছিল সমাবেশ করতে পারে। বিএনপির জন্য কেনো এতো আইন, এই আইন ভাঙতে হবে।

ফজলুল হক মিলন বলেন, আমরা মুখ দেখাতে পারি না কথাটা ঠিক না। বলতে পারেন,আমরা মাথা নত করি নাই। এই সরকার মাথা নত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো প্যারোলে মুক্তি নিয়ে আছেন। আমাদের নেত্রী কিন্তু প্যারোলে মুক্তি নেন নাই। সমাবেশের সভাপতিত্ব করছেন,ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সঞ্চালনায় রয়েছেন, সাধারণ সম্পাদক হয়েছেন ইকবাল হোসেন শ্যামল।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন – বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাবেক সভাপতি আকরামুল হক উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com