খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ক্ষেত্রে সরকার মনুষ্যত্বহীনতার পরিচয় দিচ্ছে: মান্না

0

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিয়ে সরকার যেটা করছে তা পুরোপুরি অমানবিক, জঘন্য কাজ। তার উন্নত চিকিৎসার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছে কিন্তু সরকার তা আমলে নিচ্ছে না।

গতকাল বুধবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়ে এসব মন্তব্য করেন মান্না।

তিনি বলেন, রাজনীতি, ক্ষমতা, বিদ্বেষ যত ধরনের খারাপ কাজ আছে, তার সব মিলিয়ে সরকার মনুষ্যত্বহীনতার পরিচয় দিচ্ছে।

হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের মান্না বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে সিসিইউতে থাকা এরকম একজন রোগীকে দেখতে যাওয়া দুরূহ। তবে ডা: এ জেড এম জাহিদ হোসেনের সাথে আমি কথা বলে যা বুঝেছি, বেগম খালেদা জিয়ার যে রকম চিকিৎসা দরকার তা এখানে সেরকম সুযোগ নেই। ডাক্তাররা সার্বক্ষণিক চেষ্টা করেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com