জনগণ সরকারের নির্দয়-নির্মমতার বিরুদ্ধে উপযুক্ত জবাব দেবে, তাঁরা রেহাই পাবে না: রিজভী

0

জাতীয় সংসদে আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিদেশ যেতে হলে আবার কারাগারে গিয়ে আবেদন করতে হবে। কোন আইনে আছে? আপনি মিথ্যা কথা বলছেন। আপনি (আইনমন্ত্রী) এই কথা বলছেন। তাহলে শেখ হাসিনা (তৎকালীন বিরোধী দলীয় নেতা) কি করে গিয়েছিলেন মঈন উদ্দিন-ফখরুদ্দিনের আমলে? আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক জলিল (আব্দুল জলিল) সাহেব কি করে সিঙ্গাপুর চিকিৎসার জন্য গিয়েছিলেন? সেইদিন কোন আইনে গিয়েছিলেন তারা? আপনি তো মঈন উদ্দিন-ফখরুদ্দিনের তখন দুদকের প্রধান আইনজীবী।’

গতকাল বুধবার সকালে এক দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এই প্রশ্ন তুলেন।

রিজভী বলেন, ‘এর আগে দেশের বিশিষ্ট রাজনীতিবিদ আসম আবদুর রব কারাগারে থাকা অবস্থায় তিনি চিকিৎসার জন্য বাইরে গিয়েছিলেন। অসংখ্য দৃষ্টান্ত আছে, অসংখ্য উদাহরণ আছে।’

তিনি বলেন, ‘সরকার যেকোনো মুহূর্তে বেগম খালেদা জিয়াকে অনুমতি দিতে পারে। কারণ তিনি গুরুতর অসুস্থ। আমরা এখনো আহ্বান জানাচ্ছি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিন। আমরা বলতে চাই, এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে আঘাত দিয়ে আপনারা যদি অমানবিক কোনো পথের দিকে এগিয়ে যান, মানুষ রাস্তায় নেমে এসে আপনাদের এই নির্দয়-নির্মমতার বিরুদ্ধে উপযুক্ত জবাব দেবে। তখন আপনারা রেহাই পাবেন না।’

আইনমন্ত্রীকে উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আপনি নির্দয় এবং মানসিকভাবে অসুস্থ। আইন আদালতকে পকেটে নিয়ে প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে যাইচ্ছে করে বেড়াচ্ছেন। আপনার মতো হীন, এত খারাপ কাজ পৃথিবীতে কেউ করেনি।’

বসুন্ধরা হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া আশু আরোগ্য কামনায় আল্লাহ তা’লার কাছে দোয়া চান রিজভী।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com