রেজা কিবরিয়া-নুরদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ বিএনপির
টাঙ্গাইলে মওলানা ভাসানীর সমাধিস্থলে ড. রেজা কিবরিয়া এবং নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ ঘটনায় নিন্দা জানিয়ে হামলাকারীদের শাস্তির দাবি করেন।
বুধবার রাতে দলটির সহ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপু সই করা এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রকে বিলীন করে আইনকে হাতের মুঠোয় নিয়ে সরকারি দলের সন্ত্রাসীরা সমগ্র দেশে নিজেদের আধিপত্য বজায় রাখতে বেপরোয়া হয়ে উঠেছে। সরকার নিজেদের ব্যর্থ চেহারা ঢাকতেই বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর সহিংস হামলার পুনরাবৃত্তি ঘটাচ্ছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগায় হামলা হয়। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে ড. রেজা কিবরিয়া এবং নুরুল হক নুরসহ আহত নেতাকর্মীদের সুস্থতা কামনা করছি।