খালেদা জিয়াকে চিকিৎসার উদ্দেশে বিদেশ যাওয়ার সুযোগ দেয়ার আহ্বান জামায়াতে ইসলামীর
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার উদ্দেশে বিদেশ যাওয়ার সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।
গতকাল বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, বিএনপি’র চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের পক্ষ খেকে উন্নত চিকিৎসার উদ্দেশে তাকে বিদেশে নেয়ার আবেদন করা হয়েছে। তিনি অত্যন্ত জটিল রোগে আক্রান্ত ও বয়সের ভারে নূহ্য। এ পরিস্থিতিতে যথাযথ চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার সুযোগ দেয়া উচিত। এটাই জনগণের সেন্টিমেন্ট। আশা করি জনগণের সেন্টিমেন্টকে বিবেচনায় নিয়ে তাকে বিদেশ যাওয়ার সুযোগ দেয়া হবে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি।
প্রেস বিজ্ঞপ্তি