খালেদা জিয়ার সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবক দলের দু’দিনের কর্মসূচি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
বুধবার (১৭ নভেম্বর) সংগঠনটির দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী রোববার (২১ নভেম্বর) সকাল ১১ টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এবং দেশব্যাপী জেলা ও মহানগরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া সোমবার (২২ নভেম্বর) দেশব্যাপী সব উপজেলা/থানা ও পৌর ইউনিটে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
আগামী ২১ ও ২২ নভেম্বর খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠেয় মিলাদ ও দোয়া মাহফিল যথাযথভাবে পালনের জন্য আহ্বান জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।