‘আ.লীগ সরকারের আমলে নির্বাচন আয়োজনে ইসির ব্যর্থতা মাহবুব তালুকদারের বক্তব্যে প্রতিষ্ঠিত’
আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন আয়োজনে ইসির ব্যর্থতা মাহবুব তালুকদারের বক্তব্যে প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেছে বিএনপি।
সোমবার (১৫ নভেম্বর) দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় নেতারা এই মত ব্যক্ত করেন।
বৈঠকের বিষয়বস্তু গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে পাঠিয়েছেন।
তাতে ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশনের অন্যতম কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্যে এটা প্রতিষ্ঠিত হয়েছে যে, দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন কমিশন (ইসি) চরমভাবে ব্যর্থ হয়েছে। এটাও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনই অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হতে পারে না। সরকারি দলের নগ্ন হস্তক্ষেপ, প্রশাসনের পক্ষপাতিত্ব নির্বাচন কমিশনের চরম ব্যর্থতা নির্বাচন ব্যবস্থাকেই ধ্বংস করে দিয়েছে বলে সভায় মত প্রকাশ করা হয়।’
তিনি বলেন, ‘সভায় নির্বাচনী সহিংসতা, প্রাণহানি, কারচুপি, জালিয়াতির ঘটনাগুলোর তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে বর্তমান ‘অনির্বাচিত’ সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে যোগ্য নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়।’
বিএনপি মহাসচিব বলেন, ‘সভায় দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তকে দেশের গণতন্ত্রের জন্য এবং তৃণমূল পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার প্রশ্নে চরম হুমকি স্বরূপ বলে অভিহিত করা হয়। বিএনপি এই আইন করার সময়ে তীব্র আপত্তি জানিয়েছিল এবং এই আইন সামাজিক বিভাজন ও সহিংসতা বৃদ্ধি করবে বলে মত প্রকাশ করেছিল।’
ফখরুল আরও বলেন, ‘সভায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্বালানি সচিবের মন্তব্যে আশংকা প্রকাশ করা হয় যে, মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব এবং সরকারের ভ্রান্তনীতির কারণে দেশের জনগণ ভোগান্তির মধ্যে পড়ছে। আশংকা প্রকাশ করা হয় যে, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে সমগ্র অর্থনীতিতে এর বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে। বিশেষ করে কৃষি খাতে সেচের মূল্য বৃদ্ধি পাওয়ায় খাদ্যশস্য ও কৃষি পণ্যের উৎপাদন ব্যয় অনেক বৃদ্ধি পাবে যা, সামগ্রিক উৎপাদনের নেতিবাচক প্রভাব ফেলবে। অবিলম্বে জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের মূল্য হ্রাস করার আহ্বান জানানো হয়।’