ক্রসফায়ারে শিল্প প্রতিমন্ত্রীর সমর্থনের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নেবে: প্রশ্ন রুমিন ফারহানার
বিচারবহির্ভূতভাবে ক্রসফায়ারে হত্যা সমর্থন করে বক্তব্য দেওয়ায় সরকার শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমদ মজুমদারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে, সংসদে তা জানতে চেয়ে প্রশ্ন করেছেন বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে একটি বিল পাসের আলোচনায় অংশ নিয়ে সরকারের উদ্দেশ্যে তিনি এই প্রশ্ন করেন।
রুমিন ফারহানা বলেন, ‘নিরাপত্তা লাভের অধিকার প্রতিটি নাগরিকের সমান। মেজর (অব.) সিনহা হত্যাকাণ্ডের পর কিছুদিন বিচারবহির্ভূত হত্যা বন্ধ ছিল। এখন আবার সে বর্বরতা শুরু হয়েছে।’
সম্প্রতি শিল্প প্রতিমন্ত্রী এক বক্তব্যে তিনি ‘ক্রসফায়ার’ সমর্থন করেন বলে জানান।
শিল্প প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রুমিন ফারহানা বলেন, ‘শিল্প প্রতিমন্ত্রী অন্তত পুরনো গল্প বলেননি। তিনি পরিস্কারভাবে জানিয়েছেন যে তিনি ক্রসফায়ারের পক্ষে।’
তিনি বলেন, ‘কিন্তু সরকারের কাছে প্রশ্ন, বিচারবহির্ভূত হত্যার মতো বীভৎস বিষয়কে সমর্থন করে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে শিল্প প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নেবে?’
বিএনপির হুইপ রুমিন বলেন, ‘গত ১০ বছরে দেশে গুম হয়েছেন ৫৩৬ জন, বিচারবহির্ভূত হত্যা হয়েছে ২ হাজার ১৮৮টি, হেফাজতে নির্যাতনে মারা গেছেন ১২৮ জন, খেয়ালখুশি গ্রেপ্তারের শিকার হয়েছেন কয়েক হাজার মানুষ।’
তিনি বলেন, ‘আমরা এমন এক দেশে বাস করি যেখানে বিচার চাইতে হয়। শুধু বিচার চাইলে হয় না, ঘটনাটি অতি আলোচিত হতে হয়। আবার শুধু আলোচিত হলে হয় না, সে ঘটনার সঙ্গে যদি শক্তিশালী ক্ষমতাধর কেউ যুক্ত থাকে তখন আর বিচার পাওয়া যায় না। যেমন ত্বকী বা সাগর-রুনি হত্যাকাণ্ড।’