সরকার খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নানা গড়িমসি করছে: নজরুল

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘হত্যা মামলার আসামি বিদেশ গিয়ে বসে থাকে। অথচ বেগম খালেদা জিয়াকে চিকিৎসাও করতে দেওয়া হবে না। জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় আ স ম আব্দুর রবকে কারাগারে থাকা অবস্থায় চিকিৎসার সুযোগ দিয়েছিলেন, সহানুভূতি দেখিয়েছিলেন। অথচ আইন দেখিয়ে খালেদা জিয়াকে চিকিৎসাবঞ্চিত করা হচ্ছে। এটা শুধু একটি চক্রান্ত।’

গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। মওলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, ‘বেগম জিয়াকে মিথ্যা বানোয়াট অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে কোনো মামলায় যদি সাজা দেওয়া হয়, হাইকোর্ট সহানুভূতিশীল হয়ে সেই সাজা কমিয়ে দেন। কিন্তু দুঃখের বিষয় হলো, বেগম জিয়াকে হাইকোর্ট পাঁচ বছর সাজা বাড়িয়ে দিয়েছেন।’

তিনি বলেন, ‘সরকার খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নানা গড়িমসি করছে। সরকারের যদি চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে সমস্যা নেই, আমরা সরকারকেও চিকিৎসা করাবো।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘সরকারের একজন মন্ত্রী বলেছেন, চোখ বন্ধ করে প্রতিদিন বড়লোক হচ্ছেন। কোথায়? আমি তো চোখ বন্ধ করে বড়লোক হলাম না। টাকা-পয়সা তো আমার কাছে আসে না। টাকা আসে আপনার কাছে।’

দেশে বৈষম্য বাড়ছে মন্তব্য করে তিনি বলেন, ‘একদিকে মানুষ গরিব হচ্ছে, অন্যদিকে ধনীরা আরও ধনী হচ্ছে। সোয়া তিন কোটি মানুষ দরিদ্র হয়েছে। কিন্তু কত লোক নতুন করে কোটিপতি হয়েছে, সেটাও তো প্রশ্ন থেকে যায়।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com