২৫ পাটকল চালু ও বকেয়ার দাবিতে খুলনায় বিজিএমসি’র অফিস ঘেরাও

0

রাষ্ট্রায়ত্ত ২৫টি বন্ধ পাটকল চালু ও খালিশপুর দৌলতপুর জুট মিলসহ ৫টি মিলের মজুরি স্কেল ২০১৫ অনুযায়ী সব বকেয়া পরিশোধের দাবিতে খুলনার খালিশপুরের বিজিএমসি’র জোন অফিস ঘেরাও করেছেন পাটকল শ্রমিকরা।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় ঘেরাও কর্মসূচি শুরু হয়ে তা দুপুর পৌনে ১টা পর্যন্ত চলে।

খালিশপুর দৌলতপুর জুট মিল যৌথ কারখানা কমিটি এই কর্মসূচির আয়োজন করে। এতে অংশ নেন খুলনার বন্ধ পাটকলগুলোর কয়েক শ শ্রমিক ও কয়েকটি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

শ্রমিকরা দৌলতপুর-খালিশপুরের ৫টি জুটমিলের শ্রমিকসহ মজুরি স্কেল ২০১৫ অনুযায়ী সব বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধ, বন্ধ সব পাটকল রাষ্ট্রীয় উদ্যোগে চালু, সরকার ঘোষিত বেতন স্কেল অনুযায়ী দেশের সব বেসরকারি পাটকল শ্রমিকদের বেতন স্কেল নির্ধারণ ও বাস্তবায়নের দাবি করেন।

যৌথ কারখানা কমিটির সভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে সঞ্চালনা করেন দৌলতপুর কারখানা কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন।

কর্মসূচিতে শ্রমিক নেতারা সরকারের অদূরদর্শী চিন্তাভাবনা সমালোচনা করে রাষ্ট্রীয় উদ্যোগে পাটকল চালু করার দাবি তোলেন। পাশাপাশি বেকার কয়েক হাজার শ্রমিকের বেতন বকেয়া অতি দ্রুত পরিশোধ করার দাবি জানান।

বেসরকারি জুটমিলের শ্রমিকদের মজুরি কমিশনের আওতায় আনার দাবিও তোলেন তারা।

ঘেরাও কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মিজানুর রহমান বাবু, গণসংহতি আন্দোলন খুলনা শাখার সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের খুলনা শাখার সাংগঠনিক সম্পাদক এসএম চন্দন, ছাত্র ফেডারেশন খুলনা জেলা শাখার আহবায়ক আল-আমিন শেখ এবং শ্রমিক নেতা আব্দুল হাকিম, মোশারফ হোসেন ও পুতুল বেগম।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com