তৃণমূলের উৎসবমুখর নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে আ.লীগ: এহসানুল হুদা

0

তৃণমূল পর্যায়ের উৎসবমুখর নির্বাচন ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসানসহ সব রাজবন্দীর মুক্তি দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে স্বাধীনতা ফোরাম।

সৈয়দ এহসানুল হুদা বলেন, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে বিনা ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো আওয়ামী সরকার। এবারের ইউপি নির্বাচনগুলোতে ২৫২ জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে যা সব রেকর্ড ভঙ্গ করেছে। এভাবে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে একটি উৎসবমুখর নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করার দায় আওয়ামী লীগ সরকার ও তার পাপেট নির্বাচন কমিশনের ওপরই বর্তাবে।

সৈয়দ এহসানুল হুদা বলেন, যেখানে এই নির্বাচনে একশরও বেশি লোক নিহত হয়েছে সেটাকে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন সামান্য ঝগড়াঝাঁটি। মানুষের প্রাণের বিনিময়ে তারা একটি নির্বাচন করছে এবং মানুষের জীবনের যে কোনো মূল্য নাই, তার একটি প্রমাণ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে।

তিনি আরও বলেন, আজ আওয়ামী লীগের সবচেয়ে বড় আতঙ্ক খালেদা জিয়া ও তারেক রহমানের বাঁধভাঙা জনপ্রিয়তা। তাই দমন-পীড়ন, জুলুম-নির্যাতন, গুম-খুন-হত্যা করে ক্ষমতায় টিকে রয়েছে। সম্পূর্ণ বিনা দোষে খালেদা জিয়াকে দণ্ডিত করা হয়েছে। তারেক রহমানকে মিথ্যা মামলায় আসামি করে নির্বাসিত জীবনযাপন করতে বাধ্য করা হয়েছে।

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ’র সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, আকরামুল হাসান মিন্টু, ছাত্রদলের সভাপতি ফজলুল হক খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ বক্তৃতা দেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com