আজ যেকোনো সময় খালেদা জিয়ার চিকিৎসক টিম মতবিনিময় করবেন

0

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড আজ যেকোনো সময় মতবিনিময় করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

রোববার দুপুরে শায়রুল কবির খান বলেন, বিএনপি চেয়ারপারসনের জন্য গঠিত ১০ সদস্য বিশিষ্ট মেডিক্যাল বোর্ডের সার্বক্ষণিক পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে। তারা নির্দিষ্টভাবে কখন সভা করবেন এরকম কোনো তথ্য কোনো চিকিৎসকের কাছ থেকে আমরা জানতে পাইনি। তবে আজও তাদের মতবিনিময় করার কথা রয়েছে।

উল্লেখ্য, শনিবার (১৩ নভেম্বর) বিকেলে গুলশানের বাসভবন ফিরোজা থেকে সাবেক এ প্রধানমন্ত্রীকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com