খালেদা জিয়ার মুক্তির জন্য গান গাইলেন কানাডিয়ান শিল্পী
দীর্ঘদিন যাবৎ রাজনীতি থেকে দূরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার উদ্যোগে কানাডিয়ান শিল্পী ডায়ান সুললিত কণ্ঠে তার মুক্তির আবেদন সুরের মাধ্যমে তুলে ধরেন।
এই বিষয়ে ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট কায়াস মাহমুদ বলেন, ডায়ানের গান ইতিমধ্যে বাংলাদেশের মানুষের হৃদয়ে ঝড় তুলেছে। বাংলাদেশের সর্বস্তরের মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তি চান। ওনার শারীরিক অবস্থার যে অবনতি দিন দিন ঘটছে তার জন্য দরকার উন্নত চিকিৎসা ব্যবস্থার। আমরা আশা করি অতি শীঘ্রই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন এবং উন্নত চিকিৎসা নিতে পারবেন।