২০১৮ সালে দেখলাম ভোটারদের বাদ দিয়ে নির্বাচন।
২০১৪ সালে আমরা দেখেছি রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচনা। ২০১৮ সালে দেখলাম ভোটারদের বাদ দিয়ে নির্বাচন।
আমরা আশঙ্কা হয়, আগামী দিনে যে নির্বাচন হবে, তা হবে মানুষকে বাদ দিয়ে। কারচুপি করা হবে যন্ত্র দিয়ে, ইভিএম দিয়ে।
কারচুপি হয়েছে এটা বলার সুযোগও বোধহয় থাকবে না বাংলাদেশে।
সব পরিকল্পনা অবশ্য সবসময় সফল হয়না। এ আশায় থাকি আমরা।