বিকেলে হাসপাতালে যাবেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক চেকআপের জন্য শনিবার (১৩ নভেম্বর) বিকেল তিনটায় গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে যাবেন।
শনিবার চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, ১২ অক্টোবর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। সেখানে ২৬ দিন থাকার পর ৭ নভেম্বর বিকেল সাড়ে ৫টায় গুলশানের বাসায় ফেরেন তিনি।
পুনরায় চেকআপের জন্য আজ বিকেলে এভারকেয়ার যাবেন তিনি। তবে, হাসপাতালে ভর্তি হবেন কিনা বাসায় ফিরে আসবেন সেটা নির্ভর করছে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তের ওপর।