দেশে অন্যায়-অবিচার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে: দুদু

0

‘দেশে অন্যায়-অবিচার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শনিবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলনায়তনে জেলা বিএনপির অষ্টম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সারাদেশের মানুষের না খেয়ে জীবনযাপন করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এগুলো মীমাংসা হওয়া দরকার। তারেক রহমানকে স-সম্মানে দেশে ফিরিয়ে আনতে হবে। এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা প্রতিজ্ঞা করবো, যতক্ষণ আমাদের প্রাণ আছে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাব।’

সকাল দশটায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিএনিপির জেলা সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com